Saturday, January 31, 2026
Home দেশ নেপালের একশো টাকার নোট নিয়ে বিতর্ক!

নেপালের একশো টাকার নোট নিয়ে বিতর্ক!

ভারতীয় ভূখণ্ড লিপুলেখ, লিম্পিয়াধুরা এবং কালাপানিকে নেপালের  অন্তর্গত দেখানো হয়েছে নতুন ১০০ টাকার নোটে।সেই নিয়ে শুরু হয়েছে বিতর্ক।বিদেশমন্ত্রী এস জয়শংকরকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান বিষয়টি তার নজরে এসেছে।একতরফা ভাবে নেপাল এই পরিবর্তন করলেও তা বাস্তবকে বদলাতে পারবে না।অন্যদিকে নেপাল সরকারের মুখপাত্র রেখা শর্মা জানিয়েছেন, প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল প্রচণ্ডর সভাপতিত্বে ক্যাবিনেটের ওই বৈঠকে নেপালের নোটে ওই নতুন মানচিত্র ছাপানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments