Sunday, February 1, 2026
Home দেশ নেপাল থেকে রামমন্দিরে এলো বিশেষ উপহার

নেপাল থেকে রামমন্দিরে এলো বিশেষ উপহার

রামায়ণ অনুসারে এই জনকপুরের রাজা জনকের কন্যা ছিলেন সীতা।অর্থাৎ নেপাল শ্রী রামের শশুর বাড়ি। রামমন্দির উদ্বোধন উপলক্ষে নেপাল থেকে অযোধ্যা এলো বিশেষ উপহার।রামের মূর্তি তৈরির কষ্টি পাথরও এসেছে নেপাল থেকে। প্রাণ প্রতিষ্ঠা পর্বে নেপাল থেকে পাঠানো হয়েছে অলঙ্কার, জামাকাপড়, মিষ্টি, বাসনপত্র সহ আরো অনেক কিছু।বাইশে জানুয়ারি রামলাল্লার অভিষেক অনুষ্ঠানেও অংশ নেবেন নেপালের প্রতিনিধিরা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments