টলি পাড়ায় পরিচালকদের সংগঠনের সাথে ফেডারেশনের দ্বন্দ্ব নতুন কিছু নয়। এবার কাউশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায় এবং শ্রীজিৎ রায়ের অসন্তির কারণ দেখিয়ে ‘নিষিদ্ধ’ ঘোষণার পরই আবার নতুন করে মাথাচাড়া দেয় গিল্ড-ফেডারেশন গন্ডগোল। এবার কাজ করবেন না পরিচালক হায়ার অংশের টলি পাড়ায়। শুক্রবার থেকে ফ্লোর বয়দের ডাক দেয় পরিচালক গিল্ড।
শুক্রবার সন্ধ্যাবেলায় মুখোমুখি হয় দুই সংগঠন। একে অপরকে দায়ী করে তীব্র বাক্য বিনিময় হয়।
সেই পরিচালকদের পাশাপাশিই সকলে সম্মানীয়। সবার সম্মান পাওয়া উচিত।
ফেডারেশন লেবার অ্যাক্ট জানেন। তাই শর্মা ইন জানে বুঝে কথা বলা উচিত। পাশাপাশিই ইন্ডাস্ট্রিতে ফেডারেশনের অবস্থান ও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন।
গোটা ঘটনার জন্য পরিচালকদেরই দায়ী করছে ফেডারেশন।
আজ সন্ধ্যায়রূপ বিশ্বাস এবং ইন্ড্রনীল সেনের সঙ্গে বৈঠকে বসবেন জয়দীপ মুখোপাধ্যায় এবং শ্রীজিৎ রায়।
সেই আলোচনায় সমাধান মেলে কিনা সেটাই এখন বড় প্রশ্ন।