Saturday, January 31, 2026
Home দেশ পরিষদীয় দলের নেতা হলেন নীতিশ কুমার, মুখ্যমন্ত্রী হওয়া সময়ের অপেক্ষা?

পরিষদীয় দলের নেতা হলেন নীতিশ কুমার, মুখ্যমন্ত্রী হওয়া সময়ের অপেক্ষা?

বিহার বিধানসভা নির্বাচনে বিরাট সাফল্যর পর এন ডি এ শিবির থেকে ফের নীতিশ কুমার ই মুখ্যমন্ত্রী হবেন তা প্রায় নিশ্চিত হয়ে গেছিলো। এবার গণতান্ত্রিক রীতি মেনে আনুষ্ঠানিকভাবে জেডিইউ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হলেন নীতীশ এবং আবার তাঁকে এনডিএরও নেতা ঘোষণা করা হয়। যার ফলে নীতিশ কুমারের মুখ্যমন্ত্রী হওয়া কার্যত সময়ের অপেক্ষা।পাশাপাশি সম্রাট চৌধুরী বিহার বিজেপির সংসদীয় দলনেতা নির্বাচিত হয়েছেন। বিজয় সিনহা নির্বাচিত হয়েছেন উপমুখ্যমন্ত্রী। এখনো মন্ত্রীসভা নিয়ে কোনো স্পষ্ট সিদ্ধান্ত না নেয়া হলেও সূত্রের খবর ১৫ জন মন্ত্রী পেতে পারে বিজেপি  এবং ১৩-১৪টি মন্ত্রক পেতে পারে জে ডি ইউ।তাছাড়াও তথাকথিত ছোটো দল গুলি তিনটি থেকে একটি করে মন্ত্রক পেতে পারে। শিগ্রই শপথ নেবেন নীতিশ কুমার। শপথ গ্রহন অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী সহ বিজেপি এবং কেন্দ্র সরকারের প্রথম সারির একাধিক মুখ।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments