Sunday, February 1, 2026
Home দেশ পিটবুলের আক্রমণে আহত শিশু কন্যা

পিটবুলের আক্রমণে আহত শিশু কন্যা

এর আগেঅ পিট বুলের আক্রমনের খবর এসেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এমনকি এক বৃদ্ধার মৃত্যুর ঘটনাঅ ঘটেছে কিছু কাল আগে এবার দিল্লিতে একরত্তির উপর হামলা করলো পিটবুল। কামড়ে পা খুবলে দিল। ঘটনার একটি ভিডিয়ো ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। ঘটনাটি ঘটেছে দিল্লির বুরারি এলাকায় গত ২ রা জানুয়ারি । ভুক্তভোগী শিশুরন্যার বয়স দেড় বছর। কামড়ের জেরে পায়ের তিনটি জায়াগা ফ্র্যাকচার হয়েছে বলে জানা গিয়েছে। সিসিটিভি ফুটেজটিতে দেখা গিয়েছে শিশুটিকে কোলে করে তার দাদুকে রাস্তায় হাঁটতে। হঠাৎ পিটবুলটি শিশুটির দিকে তেড়ে যায়।দাদুর চিৎকারে কোনো রকমে প্রাণে বাঁচে শিশুটি। তবে একাধিক সেলাই পড়েছে তার পায়ে। স্বাভাবিক ভাবেই আতঙ্কিত গোটা এলাকা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments