আজ চতুর্থীতেও শহরের একাধিক পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। প্রথমে আলিপুর বডিগার্ড লাইনস আবাসিকের দুর্গাপুজো, এরপর সুরুচি সংঘের পুজো উদ্বোধন করেন মমতা বন্দোপাধ্যায়। পুজোর উদ্বোধনে গিয়ে সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগ এবং তাতে একাধিক নাগরিকের মৃত্যু নিয়ে বিরোধীদের কটাক্ষর জবাব দেন তিনি।তিনি বলেন আমরা মৃত্যু নিয়ে রাজনীতি করি না।” পাশাপাশি কেন্দ্র সরকারের সমালোচনা করে তিনি বলেন ডিভিসির কারণেই যে বারবার বাংলা ভাসছে তাও স্পষ্ট করেন।ফারাক্কায় ঠিক মতো ড্রেসিং না হওয়া বন্যায় বড়ো কারন। সব শেষে তিনি এও বলেন পরের বার ক্ষমতায় এলে কিভাবে এই সমস্যার সমাধান করতে হয় তা তিনি ভালোই জানেন।

