Sunday, August 31, 2025
Home দেশ পুরীর রথের চাকা রাখা হবে সংসদে!

পুরীর রথের চাকা রাখা হবে সংসদে!

লোকসভা সচিবালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে খুব শিগ্রই পুরীর রথের চাকা রাখা হবে সংসদ ভবনে। সম্প্রতি লোকসভার স্পিকার ওম বিড়লা পুরী সফর করেন।জগন্নাথ মন্দির কমিটি তাঁকে এই প্রস্তাব দিয়েছে  সেই প্রস্তাব তিনি গ্রহণ করেন। এই তিনটি চাকা জগন্নাথের রথ নান্দীঘোষ, সুভদ্রা-র রথ দর্পদলন এবং বলভদ্রের রথ তালধ্বজ থেকে বার করে আনা হবে। এবং এই তিনটি রথের প্রতিটির একটি করে চাকা দিল্লিতে পাঠানো হবে।তবে কোথায় এবং কিভাবে ওই রথের চাকা সংরক্ষণ করা হবে তা এখনো বিশদে জানা যায়নি।রথযাত্রার পর প্রতি বছর তিনটি রথ ভেঙে ফেলা হয় এবং চাকা সহ কিছু অংশ সংরক্ষণ করা হয়।ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যের স্থায়ী প্রতীক হিসাবে এগুলি সংসদে স্থাপন করা হবে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments