আর পাঁচ জন দর্শণার্থীদের মতো অষ্টমীর দুপুরে মেয়েকে সাথে নিয়ে কয়েকটি মণ্ডপ ঘুরে ঠাকুর দেখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দমদম নাগেরবাজার সহ একাধিক মণ্ডপে গিয়ে ঠাকুর দেখার পাশাপাশি জনসংযোগ সারতেও দেখা গেলো ডায়মন্ড হারবারের সাংসদকে। পরিযায়ী শ্রমিকদের নানা অভাব অভিযোগ শোনার পাশাপাশি দিলেন উপহার। লাইনে দাঁড়িয়ে ফুচকা খেতেও দেখা যায় তাকে। সঙ্গে ছিলেন তাপস চ্যাটার্জি, সৌগত রায়, নির্মল ঘোষ প্রমুখ। বাগুইআটির একটি পুজো মণ্ডপে স্বাধীনতা সংগ্রামী ও বাঙালি সাহিত্যিকদের মূর্তিতে মাল্যদান করেন অভিষেক।তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদককে হটাৎ কাছে পেয়ে কার্যত আপ্লুত সাধারণ মানুষ সহ পুজো উদ্যোক্তারা।

