সামনে দিল্লি বিধানসভা নির্বাচন। বিজেপি কংগ্রেস এবং আপ এর মধ্যে রাজনৈতিক লড়াই বেশ জমে উঠেছে। তার মাঝে আজ নয়াদিল্লির কেন্দ্র প্রচারে বেরিয়ে আক্রমণ হল আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। প্রচার চলা কালীন কেজরিওয়ালের গাড়ি ঘিরে ধরে বেশ কয়েকজন বিক্ষোভ এবং স্লোগান দিতে দেখা যায়। এরই মধ্যে তার গাড়িতে এসে পড়ে একটি বোতল এবং পাথর। ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি। যদিও কে বা কারা এই হামলা চালিয়েছে তা স্পষ্ট নয় তবে আপ কর্মী-সমর্থকদের অনেকে দাবি, কেজরিওয়ালের প্রতিদ্বন্দ্বী, বিজেপি প্রার্থী পরবেশ ভার্মার আশ্রিত গুন্ডারাই এই হামলা চালিয়েছে। অবশেষে অন্য দিকে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধেই নিজেপি কর্মীদের পিষে দেওয়া পাল্টা অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী পরবেশ ভার্মা। সব মিলিয়ে দিল্লি নির্বাচন ঘিরে রাজনৈতিক তর্জা তুঙ্গে।