Monday, December 8, 2025
Home আন্তর্জাতিক প্রতারণার অভিযোগে গ্রেপ্তার পরিচালক বিক্রম ভাট

প্রতারণার অভিযোগে গ্রেপ্তার পরিচালক বিক্রম ভাট

প্রতারণা এবং আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার বলিউড এর প্ৰখ্যাত পরিচালক বিক্রম ভাট।মুম্বইয়ের একটি হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাক্তার তাঁর প্রয়াত স্ত্রীর বায়োপিক প্রযোজনার ইচ্ছাপ্রকাশ করেন। এনিয়ে পরিচালক বিক্রম ভাট-সহ তাঁর গোটা টিমের সঙ্গে বৈঠক হয় চিকিৎসকের। চিকিৎসক এর দাবী  ৩০ কোটি টাকা বিনিয়োগ করে ২০০ কোটি টাকা ফেরত পাবেন বলেই জানিয়েছিলেন পরিচালক। কিন্তু এক পয়সা ফেরত পাননি তিনি।পরবর্তীতে থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে লুক আউট নোটিস জারি হয় এবং রাজস্থান এবং মুম্বই পুলিশ যৌথ অভিযান চালিয়ে পাকড়াও করে পরিচালককে। বিক্রম গোটা ঘটনায় যুক্ত থাকার কথা অস্বীকার করেছেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments