পঙ্কজ ধীর এবং আশরানীরিং পর আরো এক দুসংবাদ বলিউডের জন্য।শনিবার বিকেলে না ফেরার দেশে চলে গেলেন সতীশ শাহ ।সতীশের অভিনয় জীবন প্রায় দীর্ঘ চার দশকের। সিনেমা জগতে তিনি পরিচিতি পান ‘জানে ভি দো ইয়ারোঁ’ ছবির মাধ্যমে।পরবর্তীতে অসংখ্য ছবিতে অভিনয় করেছেন। তার ঝুলিতে আছে কাহো না পিয়ার হ্যায়, ম্যায় হু না, হাম সাথ সাথ হ্যায়, ম্যায় নে পিয়ার কিয়ার মতো বাণিজ্য সফল ছবি। মৃত্যুর কয়েক দিন আগেও সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন। দীর্ঘ দিন কিডনির রোগে ভুগছিলেন সতীশ। অস্ত্রপচার ও হয়।মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ৭৪ বছর বয়সে প্রয়াত হন তিনি। তার মৃত্যতে সিনে জগতে শোকের ছায়া নেমে আসে।

