বছরের শেষ দিনে ভারতের সামরিক ইতিহাসে এক নতুন অধ্যায় যুক্ত করলেন DRDO এর বিজ্ঞানীরা।‘প্রলয়’ মিসাইলের Salvo Launch অর্থাৎ, জোড়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরীক্ষায় সফল হলো ভারত।বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ ওডিশার উপকূল থেকে এই সফল উঠক্ষেপন সম্ভব হয়েছে।বলাই বাহুল্য দেশের প্রতিরক্ষা আরো শক্তিশালী হলো আজ। বিশেষ করে পাকিস্তান-চিনের মতো দেশের বিরুদ্ধে লড়তে আরো একটি বড়ো অস্ত্র পেলো ভারত।যুদ্ধের ময়দানে শত্রুপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেমকে ধোঁকা দিতে এই কৌশল অত্যন্ত কার্যকর ভূমিকা নেবে আগামী দিনে।ইতিমধ্যে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং DRDO-র বিজ্ঞানী এবং সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন।DRDO-র চেয়ারম্যান ডঃ সমীর ভি কামাত জানিয়েছেন, খুব শিগগিরই এই মিসাইল সিস্টেম ভারতীয় সেনাবাহিনীর হাতে অর্পণ করা হবে।

