Monday, December 8, 2025
Home দেশ প্রায় ৮২০ কোটি টাকার জালিয়াতি ইউকো ব্যাংকে!

প্রায় ৮২০ কোটি টাকার জালিয়াতি ইউকো ব্যাংকে!

প্রায় ৮২০ কোটি টাকার জালিয়াতি! ইউকো ব্যাংকে! এই অভিযোগে আজ দিন ভর সিবিআই তল্লাশি চালালো এই ব্যাংকের বিভিন্ন শাখায়।২০২৩ সালে সন্দেহজনক অনলাইন লেনদেন ঘিরে চাঞ্চল্য কর তথ্য পায় সিবিআই এবং শুরু হয় তদন্ত সেই সংক্রান্ত তদন্তে নেমে বৃহস্পতিবার রাজস্থান ও মহারাষ্ট্র্রে সাতটি শহরের ৬৭টি জায়গায় তল্লাশি চালাল সিবিআই। এর আগে গত ডিসেম্বরে কলকাতা, ম্যাঙ্গালুরুর ১৩টি স্থানে চালানো হয়েছিল তল্লাশি। ইউকো ব্যাঙ্ক এই জালিয়াতির শিকার হয়েছে বলে মনে করা হচ্ছে। বিরাট অংকের টাকা ক্রেডিট দেখালেও বাস্তবে সেই টাকার কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না।তদন্তে ১৩০টি নথি, ৪০টি মোবাইল ফোন, দুটি হার্ড ডিস্ক, একটি ইন্টারনেট ডঙ্গল বাজেয়াপ্ত করা হয়েছে। ৩০ জন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments