বর্ধমানে গাড়ি দুর্ঘটনায় মৃত তিন। শেখ শাহনাওয়াজ চাকরি সূত্রে মুম্বইয়ে থাকেন। ছুটিতে দুর্গাপুরের বাড়িতে এসেছিলেন। আজ, বৃহস্পতিবার কর্মস্থলে ফিরে যাচ্ছিলেন। শাহনাওয়াজকে ছাড়তে কলকাতা বিমানবন্দরে আসছিলেন বাবা-মা। সেই সময়ই দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি। সেই সময়ই দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি। তাতেই প্রাণ গেল সবার।বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে বাবা-মা ও ছেলেকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। চালক আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। কী করে দুর্ঘটনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

