Saturday, January 31, 2026
Home দেশ বহরমপুর থেকে নাড্ডা জীর হুঙ্কার!

বহরমপুর থেকে নাড্ডা জীর হুঙ্কার!

বহরমপুরে ভোটের প্রচারে এসে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রসাদ নাড্ডা।কখনও বললেন, “মা-মাটি-মানুষের নামে সরকার গড়া তৃণমূল মায়েদের কেয়ার করে না। শুধু ভোটব্যাঙ্কের স্বার্থে শাজাহান শেখকে বাঁচানোর চেষ্টা করছে।” কখনও অভিযোগ করলেন, “রাজ্যের তৃণমূল সরকার মোদিজির কেন্দ্রীয় প্রকল্পের কাজে বাধা দেয়।” দাবি করলেন, “এরাজ্যে দুষ্কৃতী রাজ চলছে, কাটমানি ছাড়া কোনও কাজ হয় না।” সংগীতের বদলে বাংলায় এখন বোমা -বন্দুক শোনা যাচ্ছে।’ এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, ‘মজবুত নয় মজবুর সরকার পরিচালনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালিতে মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে তা ভাষাতে প্রকাশ করা যায় না

RELATED ARTICLES

Most Popular

Recent Comments