দেশের বিভিন্ন হিন্দি ভাসি রাজ্যে একের পর এক ঘটে চলেছে বাঙালি হেনস্থার ঘটনা। এবার উত্তর প্রদেশে আটক আঠেরো জন বাংলার ব্যাবসায়ী কর্ম সূত্রে তারা বহু বছর উত্তর প্রদেশে ফেরিওয়ালার কাজ করেন। সম্প্রতি বাংলা দেশি সন্দেহে ওই ফেরিওয়ালাদের আটক করা হয়।আধার কার্ড, ভোটার কার্ড দেখার পরেও তাঁদের আটকে রাখা হয়েছে বলে অভিযোগ। থানায় ওই ফেরিওয়ালাদের নিজেদের রান্না নিজেদেরই করে খেতে হচ্ছে। তাও ঠিকমতো জুটছে না। কেড়ে নেয়া হয়েছে ফোন। তবে এক বন্দী কোনোরকমে নিজের ফোনে লুকিয়ে তাদের কাতর আবেদন সমাজ মাধ্যমে আপলোড করেন। তাতে তাদের বন্দিদশা থেকে উদ্ধার করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ জানিয়েছে তারা।ইতিমধ্যে বিষয়টি মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার, জেলাশাসক এবং শ্রমদপ্তরের আধিকারিককে জানানো হয়েছে।

