করোনার পর কি এবার নীপা ভাইরাস মহামারির আকার নেবে? এই প্রশ্নই এখন বাংলার চিকিৎসা মহলে সাড়া ফেলে দিয়েছে।এই সংক্রমণ সাধারণত বাদুড়ে ঠোকরানো ফল ও সেই ফলের রস থেকে ছড়ায়।গ্রাম বাংলায় শীতের মরসুমে খেজুর রস এই রোগের বড়ো উৎস হতে পারে।ইতিমধ্যে রাজ্যে দু’ জন নিপা আক্রান্তের হদিশ মিলেছে । সঙ্কটজনক অবস্থায় বারাসতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন দুজনে।ইতিমধ্যে নবান্ন থেকে সোমবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম নীপা ভাইরাস সম্পর্কে বিশেষ করে কাটা ফল এবং ফলের রস নিয়ে রাজ্য বাসীকে সচেতন করেছেন।কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব পূণ্যসলিলা শ্রীবাস্তবও কথা বলেন মুখ্যসচিব ও স্বাস্থ্যসচিবের সঙ্গে। সর্বপরি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎপ্রকাশ নাড্ডা ফোনে কথা বলে মুখ্যমন্ত্রীকে সব রকম কেন্দ্রীয় সাহায্যর আশ্বাস দেন। ডাক্তারদের বিভিন্ন ফোরাম থেকেও সমাজ মাধ্যমে সচেতন করা হচ্ছে জনসাধারণকে।

