Saturday, January 31, 2026
Home দেশ বাংলার দত্তক পুত্র হতে চান রাজ্যপাল?

বাংলার দত্তক পুত্র হতে চান রাজ্যপাল?

বর্তমানে বাংলার প্রথম নাগরিক অর্থাৎ রাজ্যপাল সিভি আনন্দ বোস আদতে কেরলের কোট্টমের বাসিন্দা। তবে বাংলার সাথে তাঁর রয়েছে ভালোবাসার নিবিড় সম্পর্ক। বাংলা ভাষার প্রতি তাঁর রয়েছে গভীর অনুরাগ।কয়েক বছর আগে এক সরস্বতী পুজোয় রাজভবনে বাংলায় হাতেখড়িও হয় তাঁর।এবার আরো একধাপ এগিয়ে এস আই আর এর শেষ পর্যায়ে এসে ফর্ম গ্রহন করার সময়ে লোকভবনে আসা বিএলও এবং সুপারভাইজারদের কাছে বাংলার ভোটার হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন রাজ্যপাল।মাননীয় রাজ্যপাল জানান  “এই বাংলার দত্তক সন্তান হতে চাই। রবীন্দ্রনাথ যে হাওয়ায় নিঃশ্বাস নিয়েছিলেন, সেই বাংলায় আমি ভোটার হতে চাই।”নিয়মানুযায়ী, যেকোনও রাজ্যের রাজ্যপাল প্রথম নাগরিক। তাই তিনি চাইলে ভোটার হতে পারেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments