আশংকা ছিলো আগেই যে এবছর সর্বকালীন রেকর্ড গড়বে শীত। হলও তাই। শীতের দাপটে কাঁপছে গোটা বাংলা।বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১০.৩ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি সেলসিয়াস কম।সকাল থেকে আকাশ ছিলো মেঘে ঢাকা।। এ দিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি সেলসিয়াস কম।কলকাতার পাশাপাশি জেলাগুলির তাপমাত্রাও নিম্ন মুখী। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েক দিন দুই বঙ্গেই তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। বীরভূম, দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনায় শৈত প্রবাহ চলবে।তুষারপাত দেখা যাবে উত্তরবঙ্গের একাধিক জেলায়।সঙ্গে থাকবে কুয়াশা।বঙ্গোপসাগরের উপর একটি গভীর নিম্নচাপ তৈরি হওয়ার ফলে উত্তুরে হাওয়ার গতিপথ বদলে গিয়েছে। যার ফলে ঠান্ডা উত্তরে হাওয়া রাজ্যে প্রবেশ করাতেই এই অবস্থা বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

