শনি বার বানতলা চর্ম নগরীতে হটাৎ আগুন লাগে।চারপাশে দাহ্য পদার্থ থাকার ফলে আগুন মুহূর্তে ভয়াবহ আকার নেয়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে ঘরে এই আগুন লাগে সেখানে প্রচুর পরিমাণ চামড়ার জিনিস মজুত ছিল যার জেরে দ্রুত ছড়ায় আগুন।খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ এবং দমকল।আতঙ্কিত অবস্থায় একসাথে ওই স্থান ত্যাগ করতে গিয়ে অনেকেই আঘাত পান।আগুনের স্পর্শেও আহত হন কয়েকজন। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।দমকলের একাধিক ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন লাগার কারন স্পষ্ট ভাবে জানা না গেলেও শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

