আলিপুরদুয়ারের হাসিমারা বায়ুসেনা ঘাঁটিতে এক সেনা কর্মীর আত্ম হত্যার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বায়ু সেনা ঘাঁটিতে নিরাপত্তা রক্ষায় কর্তব্যরত অবস্থায় ‘আত্মঘাতী’ হন বায়ুসেনায় কর্মরত পুলতিক তাক। নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালিয়ে ওই জওয়ান ‘আত্মঘাতী’ হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।মানসিক অবসাদ থেকে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হচ্ছে।ময়নাতদন্ত শেষে মৃত জওয়ানের দেহ ফের বায়ুসেনার হাতেই তুলে দেন হাসপাতাল কর্তৃপক্ষ।

