বেশ কয়েক দিন থেকেই শোনা যাচ্ছিলো সম্পর্কে তৃতীয় কারও প্রবেশের জন্যেই নাকি প্রথম স্ত্রী অনিন্দিতার সঙ্গে দূরত্ব তৈরী হয় একদা বাংলা সিনেমার নায়ক তথা বর্তমানে বিজেপির বিধায়ক হিরণের।অবশেষে সেই জল্পনাই সত্যি হলো।বৈবাহিক জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন হিরণ।মঙ্গলবার ফেসবুক পোস্টে নিজেই এই সুখবর ভাগ করে নিয়েছিলেন হিরণ।পাত্রী ঋত্বিকা গিরি। পেশায় তিনি মডেল। বারাণসীতে গঙ্গার পাড়ে শাস্ত্র মতে বিবাহ সম্পন্ন হলো। গোটা অনুষ্ঠানে ছিলো সনাতনী সংস্কৃতি এবং ভারতীয় ঐতিহ্যর ছাপ।হিরণের শুভ বিবাহ আজ সিনেদুনিয়া থেকে রাজনৈতিকমহলে যথেষ্ট শোরগোল সৃষ্টি করেছে বলাই যায়।

