Monday, December 8, 2025
Home বাংলা বারুইপুরে ব্যবসায়ী খুন!

বারুইপুরে ব্যবসায়ী খুন!

এই দীর্ঘ ও ইউনিকোড বিকৃত টেক্সটটিকে আমি বাংলায় পাঠযোগ্য রূপে রূপান্তর করেছি:


বারুইপুরে একটি নৃশংস ভাবে খুন ব্যবসায়ী। গত ২১ তারিখ দুপুরে বন্ধ করে বেরোনোর পর পার্ক স্ট্রিটের সংঙ্গে ফোনে কথা হয়েছিল সোনুর। জানিয়েছেন, কিছুক্ষণ পরেই ফিরে আসবেন। তারপর থেকে নিখোঁজ ছিলেন ওই ব্যবসায়ী। তারপর বারুইপুর খালের উত্তরে হয় তার দেখা। জানা যায় কসবা সামান্য জুতো-বেল্ট সারানোর দোকানের মালিক ২৮ বছরের সোনু। আচমকা তার আর্থিক উন্নতিতে তারই কিছু বন্ধু টার্গেট করে এবং খুন করে সোনুকে। পরিকল্পনামাফিক ২১ জানুয়ারি রাতে কসবা থেকে সেয়ানে গাড়িতে তোলা হয় তাকে। মধ্যপান সুযোগ বুঝে তাকে খুন করে তার মোবাইল হাতিয়ে নেওয়া হয়। একটি একাউন্টে টাকা পাঠায় দুষ্কৃতীরা। তারপর তার মৃত দেহ খালে ফেলে পালিয়ে যায় তারা। ইউপিআই লেনদেনের সূত্র ধরে তদন্তে নেমে মেটা ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখনও একজন পলাতক।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments