Saturday, January 31, 2026
Home দেশ বিজিবি - বিএসএফ-অশান্তি থেকে বাসিন্দাদের দূরে থাকার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী!

বিজিবি – বিএসএফ-অশান্তি থেকে বাসিন্দাদের দূরে থাকার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী!

কিছুদিন আগে কোচবিহার জেলায় ফুলকাডাবড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার কাঁটাতারের বসানো নিয়েও এই পারের বাসিন্দাদের সঙ্গে ওপারের বাংলাদেশের অসন্তোষ ছড়িয়েছিল। মালদার বৈষ্ণবনগর থানার শুখদেবপুরে বাংলাদেশের বেশ কয়েকজন সীমান্ত পেরিয়ে প্রবেশ করেছেন। সেক্ষেত্রেও স্থানীয় বাসিন্দারা ঝামেলায় জড়ায়। এবার সীমান্ত লাগোয়া বাসিন্দাদের এই জাতীয় ঝামেলা থেকে দূরে থাকার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বললেন, ‘ওপার বাংলায় একটি সমস্যা হয়েছে। কেউ যদি বর্ডার দেখার দায়িত্বে বিএসএফ-এর, যদি কোনও অন্যায় হয়, আমরা দেখে নেব। সঙ্গে ওদের বচসা হলে আপনারা যাবেন না।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments