Saturday, January 31, 2026
Home বাংলা বিতর্কিত ভিডিও আত্ম সমর্পনের নির্দেশ

বিতর্কিত ভিডিও আত্ম সমর্পনের নির্দেশ

স্বর্ণকার স্বপন কামিল্যাকে অপহরণ এবং খুনের মামলায় উত্তরবঙ্গের রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের নাম জড়ায়। বারাসাত আদালতে আগাম জামিনের আবেদন করায় তাকে আগাম জামিন দিয়েছিল বারাসত আদালত যার বিরোধিতা করে উচ্চ আদালতে যায় পুলিশ।অভিযোগ ছিলো জাল নথি দিয়ে তিনি নিম্ন আদালত থেকে আগাম জামিন পেয়েছেন। এবার সেই আগাম জামিন বাতিল করে ৭২ ঘন্টার মধ্যে ভিডিওকে আত্ম সমর্পন করার নির্দেশ এলো।সরকারি আইনজীবী দাবী করেছিলেন এই ঘটনায় অন্যতম অভিযুক্ত প্রশান্ত বর্মন। ইতিমধ্যে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে এই মামলায়।আগাম জামিন বাতিলের পক্ষে আদালত জানায় গুরুতর অভিযোগ ও গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ অস্বীকার করে জামিন দেওয়া হয়েছে। সেই যুক্তিতেই আজ বাতিল হয় জামিন এবং জারি হয় আত্ম সমর্পনের অর্ডার।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments