Saturday, January 31, 2026
Home আন্তর্জাতিক বুলডোজার জাস্টিস নিয়ে বড়ো রায় এলো সুপ্রিম কোর্ট থেকে

বুলডোজার জাস্টিস নিয়ে বড়ো রায় এলো সুপ্রিম কোর্ট থেকে

যোগী রাজ্য উত্তর প্রদেশ সহ দেশের একাধিক রাজ্যে বেশ কয়েক বছর ধরে বুলডোজার দিয়ে অপরাধীর বাড়ি ভেঙে দেয়ার একটা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছিলো। আজ সুপ্রিম কোর্ট এই নিয়ে বড়ো রায় দিলো। অভিযুক্তের ঘরবাড়ি ভাঙার আগে তাঁর বক্তব্য শুনতে হবে পুর কর্তৃপক্ষকে। দু’পক্ষের শুনানি নথিভুক্ত করতে হবে। বাড়িঘর ভাঙার ভিডিওগ্রাফি করতে হবে এবং তার ফুটেজ পুর কমিশনারকে পাঠাতে হবে।গণতন্ত্রে স্বেচ্ছাচার ও খেয়ালখুশি আচরণের কোনও জায়গা নেই। সংবিধান এই ধরনের স্বেচ্ছাচারিতাকে প্রশ্রয় দেয় না।কেউ অপরাধে অভিযুক্ত হলেই প্রশাসনের কোনও আধিকারিক খেয়ালখুশি মতো তাঁর বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে দিতে পারেন না। যদি ভাঙতেই হয় আইনত তা করতে হবে।অন্তত ১৫ দিন সময় দিতে হবে। কারণ, মহিলা ও শিশুরা গৃহহীন হয়ে রাস্তায় রাত কাটাচ্ছেন, এমন দৃশ্য মেনে নেওয়া যায় না।রেজিস্টার্ড পোস্টে শো-কজ নোটিস পাঠাতে হবে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments