Saturday, January 31, 2026
Home আন্তর্জাতিক ব্যালট ফেরানোর মামলা খারিজ হয় সুপ্রিম কোর্টে!

ব্যালট ফেরানোর মামলা খারিজ হয় সুপ্রিম কোর্টে!

ব্যালট ফেরানোর মামলা খারিজ করলো সর্বোচ্চ আদালত।ইভিএম বদলে আবার ভোটে ব্যালট ফেরানোর দাবী নিয়ে জনস্বার্থ মামলা করেছিলেন কে এ পল নামে জনৈক ব্যক্তি।আদালত তাঁর আবেদনে সাড়া দেয়নি। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি পি বি ভারালের বেঞ্চ এই মামলায় কিছু গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে। তারা জানিয়েছেন নির্বাচনে হেরে গেলে তবেই ইভিএম-কে দোষ দেয়, জিতলে তখন আর ইভিএম-এর ত্রুটি নিয়ে কেউ কোনও কথা বলে না। মামলাকারী জানিয়েছেন জানান, সম্প্রতি আমেরিকার লস অ্যাঞ্জেলেসে ‘গ্লোবাল পিস সামিট’ আয়োজন করেছিল তাঁর সংস্থা। সেখানে তিনি তাঁর জনস্বার্থ মামলার আবেদনটি উপস্থাপন করেছিলেন। প্রায় ১৮০ জন অবসরপ্রাপ্ত আইএএস ও আইপিএস অফিসার এবং বিচারপতিরা সেটিকে সমর্থন করেছেন।তিনি আরো বলেন বিশ্বের প্রতিটি গণতন্ত্রেই ব্যালট পেপারে ভোট নেওয়া হয়। শুধুমাত্র স্বৈরশাসকদের দেশেই তা নেই।’ তবে তার যুক্তি এবং ব্যাখ্যা মানেনি কোর্ট এবং যথারীতি মামলা খারিজ হয়।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments