SIR-এর এনিউমারেশন ফর্ম বিলি করতে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু হলো এক বি এল ওর। ঘটনাটি ঘটেছে বর্ধমানের মেমারিতে।মৃতা নমিতা হাঁসদা ছিলেন স্থানীয় অঙ্গনওয়াড়ি কর্মী।ফর্ম বিলির সময়ে হঠাৎই তাঁর ব্রেন স্ট্রোক হয়।দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে শনিবার তার মৃত্যু হয়। পরিবারের দাবী প্রতিদিন সন্ধ্যা অবধি ফর্ম বিলি করতে হচ্ছিলো।অতিরিক্ত কাজের চাপেই অসুস্থ্য হয়ে পড়েন তিনি।প্রশাসনের তরফে জানানো হয়েছে গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। কাজ করতে গিয়ে কেউ অসুস্থ্য হলে তিনি কতৃপক্ষকে জানালে তাকে কাজ থেকে সরিয়ে দেয়া যেতে পারে।

