ওষুধের উপর ১০০ % শুল্ক চাপালো আমেরিকা। বিরাট আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে ভারতীয় ফার্মা ইনডাস্ট্রি।গতকাল নিজে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে ট্রাম্প জানান “২০২৫ সালের ১ অক্টোবর থেকে আমরা যে কোনও সংস্থার ওষুধের উপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করব। তবে যদি কোনও সংস্থা তাদের উৎপাদন কেন্দ্র আমেরিকায় তৈরি করে, তা হলে আলাদা কথা।” অর্থাৎ আমেরিকায় যদি ওষুধ তৈরী করা হয় সেক্ষেত্রে এই শুল্ক পরিবর্তিত হবে।ভারতে তৈরী ওষুধ আমেরিকায় বেচতে হলে পয়লা অক্টবর থেকে এই বর্ধিত হরে শুল্ক দিতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য বিগত বছর গুলিতে প্রতিবছর তিরিশ হাজার কোটি টাকার বেশি ওষুধ রপ্তানি হয়েছে ভারত থেকে। আগামী দিতে এই রপ্তানিতে বড়ো পরিবর্তন পরিবর্তন এবং ক্ষতির আশঙ্কা স্পষ্ট।
ভারতের ওষুধে ১০০ % শুল্ক চাপালো আমেরিকা!
RELATED ARTICLES

