মঙ্গলবার তৃণমূলের নেতৃত্বে ভাষা আন্দোলন কর্মসূচি ছিল মেয়ো রোডে আজ। মঞ্চের কিছুটা সেনার এলাকা এবং কিছুটা রেলের এলাকা। সেই মঞ্চ আজ খুলে দিলো সেনা কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মমতা বন্দোপাধ্যায়। তার কথায় গোটাটাই বিজেপির চক্রান্ত।তিনি বলেন, ”সেনাবাহিনীর দোষ নেই। তারা আমাদের বন্ধু। বিজেপির কথায় তাঁরা এই কাজ করেছে। বিজেপি সেনাকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করছে।” কেন তৃণমূলকে না জানিয়ে সেনার এই কাজ? যদিও তৃণমূল সুপ্রিমোর আগমনে এলাকা ছাড়ে সেনা জোয়ানরা।সেনার তরফে জানানো হয় এখানে ৩ দিনের বেশি কর্মসূচি করতে হলে প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতি নিতে হয় তাই তিন দিন পর মঞ্চ খোলা হয়।আগামী কাল এই ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচী পালন করা হবে বলে তৃণমূলের তরফে জানানো হয়েছে।

