Saturday, January 31, 2026
Home দেশ মনিপুরে বিজেপির হাত ছাড়লেন নীতিশ কুমার!

মনিপুরে বিজেপির হাত ছাড়লেন নীতিশ কুমার!

কয়েক মাস আগে জাতীয় পিপলস পার্টিও (এনপিপি) ব্রেন সিং সরকারের প্রতি সমর্থন প্রত্যাহার করে নিয়েছিল। এবার মনিপুরে ব্রেন সিং-এর নেতৃত্বাধীন বিজেপি সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিল জেডিইউ। তারা এই মুহূর্তে এনডিএ-র বড় শরিক দল। এর ফলে মনিপুরে সরকার পতনের কোনও সম্ভাবনা নেই, তবে এই সিদ্ধান্ত নীতিশ কুমারের পক্ষ থেকে বিজেপিকে বিশেষ বার্তা বলে মনে করা হচ্ছে।
মনিপুরে জেডিইউ-র একজন বিধায়ক রয়েছেন। রাজ্যপাল অজয় কুমার ভাল্লাকে চিঠি লিখে সমর্থন প্রত্যাহারের কথা জানায় জেডিইউ-র মনিপুর শাখার প্রধান ক্ষেত্রীমায়ুম ব্রেন সিং।
তিনিই লিখেছেন, যতদিন না আমাদের আপাতত বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারকে সমর্থন করে না, এখন আমাদের একজন মাত্র বিধায়ক, মহম্মদ আব্দুল নাসিরকে বিধানসভায় বিরোধী বিধায়ক হিসেবেই গণ্য করা হোক।
বিহারের বিধানসভা নির্বাচনও আর মাত্র কয়েক মাস দূরে। তার আগে এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments