আজ মন কি বাত’ অনুষ্ঠানে সদ্য প্রয়াত সংগীত শিল্পী জুবিনের স্মৃতিচারণা করেন মোদিজি আবেগ তাড়িত হয়ে তিনি বলেন “জুবিনের অকালমৃত্যুতে সারা দেশের মানুষ শোকাহত। সারা দেশে তাঁর যে সম্মান ছিল একজন শিল্পী হিসেবে তা সত্যিই চোখে পড়ার মতো। অসমের ভূমিপুত্রের তাঁর নিজের সংস্কৃতির সঙ্গেও ছিল নিবিড় যোগাযোগ। জুবিন চিরকাল আমাদের মনে আমাদের স্মৃতিতে জীবিত থাকবেন। তাঁর গান আগামী প্রজন্মকেও মুগ্ধ করবে।”প্রসঙ্গত উল্লেখ্য সদ্য সিঙ্গাপুরে দুর্ঘটনায় প্রান হারিয়েছেন আসামের এই জনপ্রিয় তারকা এবং তাঁর প্রয়াণে শোকে মুহ্যমান আপামর বিনোদুনিয়া।লক্ষ্য লক্ষ্য দেশ বাসি চোখের জলে তাঁকে শেষ বিদায় জানায়।সবচেয়ে শোকস্তব্ধ হয় আসামের মানুষ। জুবিন ছিলেন তাদের ঘরের মানুষ। একান্ত আপনজন।

