মাত্র ৩০০ টাকার জন্য পিটিয়ে খুনের অভিযোগ উঠল বাগনানের কয়েক জন যুবকের বিরুদ্ধে। মৃতের নাম আব্দুর রহমান তিনি বাগনানের দক্ষিণ হাওয়াল এলাকার বাসিন্দা। প্রায় চার-পাঁচ মাস আগে আব্দুর পাড়ার একটি গ্যারাজে বাইক সারাতে দিয়েছিলেন। কিন্তু বাইকটি দু-একদিনের মধ্যেই আবার খারাপ হয়ে যায় তাই কিছু টাকা মেটাননি তিনি। তারপর কর্ম সূত্রে দেশের বাইরে যেতে হয় তাকে।পুনরায় নিজের এলাকায় ফিরে আসতে গ্যারাজ মালিক দলবল নিয়ে পুরোনো ঘটনার জেরে তাকে আক্রমণ করেন ।প্রাথমিক তদন্তে জানা যায় ওই গ্যারাজের মালিক-সহ চার যুবক তাঁকে ঘিরে ধরেন এবং মারধর শুরু করেন। সেই সময়েই এক যুবক আব্দুরের মাথায় ভারী কিছু সজোরে আঘাত করেন।তাতেই মৃত্যু হয় তার।ঘটনার পর থেকেই পলাতক চার অভিযুক্ত।অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি

