Sunday, December 7, 2025
Home বাংলা মালবাজারে হাতির হামলায় মৃত এক

মালবাজারে হাতির হামলায় মৃত এক

জলপাইগুড়ির  মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের পানঝোরা বসতিতে গত রাতে বুনো হাতির হামলায় প্রাণ যায় একজনের।মৃত ব্যক্তির নাম কাঞ্চা তামাং। শোনা যাচ্ছে কাছের চাপরামারি জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে সোজা ঢুকে পড়ে কাঞ্চা তামাং এর ধানখেতে। খবর পেয়ে রাতেই হাতিটিকে তাড়াতে ক্ষেতে যান বৃদ্ধ। হাতি তাড়ানোর সময় ক্ষিপ্ত হাতি আচমকা ঘুরে দাঁড়িয়ে আক্রমণ করে বসে ওই বৃদ্ধকে।হাতিটি তাঁকে শুঁড় দিয়ে তুলে মাটিতে আছাড় মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় শাটোর্ধ ওই বৃদ্ধর।বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয় নিয়মিত টহল দেওয়া হচ্ছে এই সব এলাকায়।স্থানীয়দের অভিযোগ এলাকায় প্রায়ই বন্য হাতির উপদ্রব দেখা যায়।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments