আজ দুপুরে আচমকা বিস্ফোরণে প্রাণ গেলো এক গৃহ বধূর।মৃতার নাম সিদ্ধাতুন খাতুন। মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা তিনি।প্রাথমিক তদন্তে জানা যায় বাড়িতে প্লাস্টিকের জারে মজুত করা ছিল বোমা। কোনওভাবে অসাবধানতা বসত ধাক্কা লাগায় তা ফেটে যায় এবং ক্ষতিগ্রস্ত হয় গোটা বাড়ি। ব্যাপক শব্দে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।গৃহ বধূকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।ঘটনায় গ্রেপ্তার হয়েছে মৃতার স্বামী। কেনো এবং কিভাবে বাড়িতে বোমা গুলি এলো তা এখনো স্পষ্ট ভাবে জানা যায়নি।শুরু হয়েছে তদন্ত এবং গোটা বিষয়টি ক্ষতিয়ে দেখছে পুলিশ।

