উত্তর প্রদেশে পরিবর্তন এবং বিশেষ করে মুলায়ম সিং যাদবের মৃত্যুর পর থেকে সময় টা ভালো যাচ্ছেনা যাদব পরিবারের।বিজেপিতে যোগ দানের পর থেকেই সম্পর্কে জটিলতা আসে অবাশেষে সোমবার উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবের ছোট ছেলে এবং সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের ভাই প্রতীক যাদব ঘোষণা করলেন, বিজেপি নেত্রী স্ত্রী অপর্ণা যাদবের সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। প্রতীক বলেন, “স্বার্থপর অপর্ণা আমাদের পরিবারটাকে ধ্বংস করছিল।” নিজের মনের অবস্থা ব্যক্ত করে তিনি আরো বলেন এই মুহূর্তে আমি মানসিক ভাবে ভালো নেই. তাঁর অবশ্য কিছু এসে যায় না। কারণ তিনি কেবল নিজেকে নিয়েই চিন্তিত।এই নিয়ে এখনো অপর্ণার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

