পুজোর আগে মেট্রো যাত্রীদের জন্য বড়ো সুখবর দিলো মেট্রো কতৃপক্ষ। এবার থেকে অনলাইন টিকিট কাটলে ৫ % ছাড় মিলবে।প্রতিদিন মেট্রোতে ব্যাপক ভিড় হয়। পুজোর সময়ে সেই ভিড় আরও বাড়তে পারে। অনলাইনে এই সুবিধা পাওয়া গেলে কাউন্টারের সামনে ভিড় অনেকটাই কমতে পারে ।আগামী কাল অর্থাৎ শুক্রবার থেকে তা লাগু হবে। স্বাভাবিক ভাবেই বহু যাত্রী উপকৃত হবেন।বিশেষ করে যারা প্রতিদিন মেট্রো ব্যবহার করেন তারা খুব খুশি এই খবরে।টিকিট প্রিন্ট হতে যে খরচা হয় অনলাইন টিকিটের ক্ষেত্রে সেই খরচা থাকছেন তাই এই ছাড় দেয়া সম্ভব হলো বলে জানিয়েছে মেট্রো কতৃপক্ষ।