পর পর ভোটের ভরাডুবির পর এখন শুন্য সিপিএম অন্যদিকে রকেটের গতিতে রাজ্য রাজনীতিতে উত্থান হয়েছে হুমায়ুন কবীরের। আগামী ভোটে দুই রাজনৈতিক দলের জোট জল্পনা এই মুহূর্তে তুঙ্গে। তার মাঝেই আজ জানা গিয়েছে, মহম্মদ সেলিম এবং হুমায়ুন কবীরের মধ্যে বিধানসভা ভোটে জোট এবং আসন সমঝোতা নিয়ে কথা হয়েছে বলে খবর আসে। সূত্রের খবর রাজার হাটের একটি হোটেলে মিটিং হয়।আর বৈঠকে মহম্মদ সেলিম হুমায়ুনকে জানিয়েছেন যে এই বিষয়ে দলে আগে কথা হবে। তারপরই জোট বা আসন সমঝোতা নিয়ে এগোনো সম্ভব হবে বামেদের তরফে।প্রাথমিক ভাবে সেলিম জানান” আমি জানতে চেয়েছি উনি কী করতে চান, তাঁর উদ্দেশ্য কী।’এই আতাত নিয়ে একদিকে তৃণমূল অন্যদিকে বিজেপি দুই পক্ষই বামফ্রন্ট এবং হুমায়ুনকে কটাক্ষ করছে।কুনাল ঘোষ এই বৈঠককে বামেদের রাজনৈতিক দেউলিয়াপনা আখ্যা দিয়েছেন।

