Saturday, January 31, 2026
Home দেশ মোদীজির সভায় আসতে গিয়ে দুর্ঘটনায় প্রান হারালেন তিন সমর্থক!

মোদীজির সভায় আসতে গিয়ে দুর্ঘটনায় প্রান হারালেন তিন সমর্থক!

শনিবার নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় আসতে গিয়ে ট্রেন দুর্ঘটনায় প্রান হারালেন তিন বিজেপি সমর্থক।মৃত রামপ্রসাদ ঘোষ, মুক্তিপদ সূত্রধর এবং গোপীনাথ দাস সকলেই মুর্শিদাবাদের বাসিন্দা।সূত্রের খবর ভোরবেলায় তাদের বাসটি দাঁড় করানোর পরে অনেকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে রেললাইনের ধারে গিয়েছিলেন। কুয়াশার কারণে দৃশ্যমানতা কম ছিল। হঠাৎ করে ট্রেন চলে আসায় দুর্ঘটনা ঘটে।প্রসঙ্গত উল্লেখ্য দৃশ্য মানতা কম থাকায় হেলিকাপটার বিভ্রাটের জেরে সভায় আসতে পারেন নি প্রধানমন্ত্রী তবে অডিও বার্তা এবং ভার্চুয়ালি বক্তব্য রেখেছেন মোদী জি । সেখানেই দলীয় সমর্থকদের ট্রেন দুর্ঘটনায় মৃত্যু নিয়ে শোকপ্রকাশ করেছেন তিনি।তাৎপর্যপূর্ন ভাবে মৃত সমর্থকদের পাশে দাঁড়ায় তৃণমূল নেতৃত্ব।তাঁদের পাশে থাকার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দেয়া হয় দলের হাই কমান্ড এর তরফে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments