Saturday, January 31, 2026
Home Blog যাদবপুরের ঘটনায় বামেদের নিশানা করলেন মমতা ব্যানার্জি

যাদবপুরের ঘটনায় বামেদের নিশানা করলেন মমতা ব্যানার্জি

এই মুহূর্তে রাজ্য রাজনীতির সব থেকে আলোচিত বিষয় যাদবপুর বিশ্ব বিদ্যালয় রাগিং কান্ড।

সোমবার বেহালায় প্রাক স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ‘‌মার্কসবাদী’‌দের নাম করে অভিযোগ করেন রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।বামপন্থীদের সমালোচনা ‘‌কয়েকজন আগমার্কা সিপিএম নেতা আছেন‌। এই নেতারা মনে করেন গ্রামবাংলা থেকে নতুন ছেলেমেয়েরা এখানে এসে ঢুকলেই তাদের ওপর অত্যাচার করাটা তাঁদের একটা অধিকার।’’‌শুধু তাই নয় তিনি স্বপ্নদীপ কুণ্ডুর বাবাকে ফোন করেছিলেন বলেও জানিয়েছেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments