“ছুটির দিন ভোরে রবীন্দ্র সরোবরে প্রাতঃভ্রমণকারীরা দেখতে পান কিছু একটি পদের আভাস। কাছে যেতেই দেখেন, কম্বলের মোড়া অবস্থায় পড়ে আছে একটি অচেতন যুবক। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে যুবককে উদ্ধার করে নিয়ে যায় আমাদের বাঘা থানায়। এখনো তাঁর পরিচয় জানা যায়নি।
সেখানে চিকিৎসা যাতে মৃ্ত্যু না ঘটে, সেই জন্য চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় রবীন্দ্র সরোবর এলাকায়। ঘটনাস্থলে গিয়ে দেখে উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।
স্থানীয়দের দাবি, এলাকা ঘুরে তিনিই কম্বলের মধ্যে ছিলেন। তবে নাম, পরিচয় জানা নেই। ময়না তদন্ত রিপোর্ট পাওয়া গেলে এবং তদন্ত এগোলে সব পরিষ্কার উত্তর পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।”