অভয়ার বাবা মাকে মেল করলেন ভারতের রাষ্ট্রপতি। মেলে তাদের পাশে থাকার আশ্বাস দেয়া হয়েছে।তদন্ত পক্রিয়া নিয়ে যখন অসন্তুষ্ট অভয়ার পরিবার সহ গোটা দেশ এবং এক বছর পূর্ন হলেও সুবিচার মেলেনি তখনই এলো এই খুশির খবর। রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে বিচার নিয়ে রাষ্ট্রপতির আপ্ত সহায়ক তাঁদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। রাষ্ট্রপতির দপ্তর থেকে মেল পেয়ে খানিকটা আশার আলো দেখতে শুরু করেছেন অভয়ার বাবা-মা। প্রসঙ্গত উল্লেখ্য এর আগে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে চেয়েছেন অভয়ার বাবা-মা। কিন্তু দেখা মেলেনি। তবে এবার নতুন করে সুবিচার পাওয়ার আশা পাচ্ছেন তারা।