জৈন ধর্মের দশ দিন ব্যাপী অনুষ্ঠান চলা কালীন লাল কেল্লায় ঘটে গেলো চুরির ঘটনা।লালকেল্লার ভিতর থেকে চুরি হয়েছে দেড় কোটি টাকা দামের দুটি সোনার জিনিস। চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে একটি বড় সোনার কলসি ও একটি সোনার নারকেল। সাথে আরো একটি সোনার কলসি খোয়া গেছে বলেও জানা জানা যাচ্ছে। সব গুলি জিনিসেরই ঐতিহাসিক মূল্য অপরিসীম। তদন্তে নেমে পুলিশ সিসি টিভি ফুটেজ দেখে সন্দেহভাজন কে সনাক্ত করে তবে গ্রেপ্তার বা চুরি যাওয়া সামগ্রী এখনো উদ্ধার করা যায়নি। অনুষ্ঠান চলা কালীন লোকসভার মাননীয় স্পিকার উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। নিরাপত্তা ব্যাবস্থা ছিলো বেশ শক্ত পোক্ত। তার মধ্যে কিভাবে এই চুরি হলো সেই নিয়ে এখনো ধন্দে পুলিশ থেকে সাধারণ মানুষ।

