জঙ্গল ঘেরা লাল গড়ে বাঘের আতঙ্ক নতুন কিছু নয়।গত বছরের শেষ নাগাদ জিনাত নামে এক বাঘিনীকে ধরা হয় লাল গড় সংলগ্ন এলাকা থেকে।কয়েক মাস আগেও একটি পুরুষ বাঘকে বেলপাহাড়ির জঙ্গলে ঘোরাফেরা করতে দেখা যায়।এছাড়াও একাধিকবার লাল গড়ে বাঘের পায়ের ছাপ এবং গোপন ক্যামেরায় বাঘের গতিবিধি ধরা পরে।এবার পুজোর আগে লালগড়ে ফের বাঘের আতঙ্ক আতঙ্ক দেখা গেলো। লক্ষ্মণপুরের জঙ্গলে এদিন বেশ কয়েকটি পায়ের ছাপ পাওয়া যায় যা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।বনদপ্তর বিষয়টি তদন্ত করে দেখছে এবং নিশ্চিত হতে বিভিন্ন জায়গায় ট্র্যাপ ক্যামেরা লাগানোর পদক্ষেপ নেয়া হচ্ছে। তবে প্রাথমিক ভাবে এখনো নিশ্চিত হওয়া যায়নি যে পায়ের ছাপ গুলি বাঘের না সমগোত্রীয় অন্য কোনো জন্তুর।

