Monday, December 8, 2025
Home বাংলা শওকত মোল্লা এবং দেবরাজ চক্রবর্তীকে সিবিআই তলব!

শওকত মোল্লা এবং দেবরাজ চক্রবর্তীকে সিবিআই তলব!

এখনো শেষ দফার লোকসভা ভোট বাকি। তার মধ্যেই ক্যানিং এর বিধায়ক শওকত মোল্লা এবং যুব নেতা ও বিধায়ীকা অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীকে সিবিআই তলব করলো । মঙ্গলবার মাঝরাতে তাঁদের হাজিরার নোটিস পাঠানো হয়। আজ অর্থাৎ বুধবার তাঁদের সিবিআই দপ্তরে হাজিরা দিতে বলা হয় বলে খবর। তবে নির্বাচনী কাজে ব্য়স্ত থাকায় তাঁরা কেউই এদিন সিবিআই দপ্তরে যাননি।এনিয়ে ক্ষোভ প্রকাশ করে মমতা বন্দোপাধ্যায় আজ একটি জন সভা থেকে বলেন জিতেই যদি যাও তবে এতো ভয় কীসের? মাঝরাতে হাজিরার নোটিশ পাঠাচ্ছ কেন?

RELATED ARTICLES

Most Popular

Recent Comments