জীবনের প্রথম অলিম্পিকে ব্রোঞ্জ জিতে বাজিমাত করলেন মহারাষ্ট্রের শূটার স্বপ্নীল কুশলে। ভারতের ঝুলিতে তার হাত ধরে এলো তৃতীয় পদক। চলতি অলিম্পিকে ভারতের প্রথম তিনটি পদকের মধ্যে শুটিং থেকে এসেছে তিনটিই—ব্রোঞ্জ। তখন দেশের শূটারদের এই সাফল্যে খুশি দেশবাসী থেকে প্রাক্তন শুটাররা। স্বপ্নীল কুশলে মহারাষ্ট্রের বাসিন্দা, বয়স ২৩ বছর। তিনি পেশায় রেলের টিকিট চেকার। চাকরির পাশাপাশি প্র্যাকটিস করে গেছেন সমান তালে। সাফল্যে গোটা দেশ উচ্ছ্বসিত, বিশেষ উচ্ছ্বাস মহারাষ্ট্রের মানুষদের মধ্যে। দীর্ঘ ৫২ বছর পরে রাষ্ট্রীয় কোনও খেলোয়াড় অলিম্পিক পদক পেলেন।