Saturday, January 31, 2026
Home বাংলা শেরা পুজোকে à§« লক্ষ টাকা পুরুস্কার দেবেন রাজ্যপাল

শেরা পুজোকে ৫ লক্ষ টাকা পুরুস্কার দেবেন রাজ্যপাল

এবার রাজ্যপাল স্বয়ং সেরা পুজো কমিটিকে দশমীর দিন ৫ লক্ষ টাকা পুরস্কার দেবেন বলে জানিয়েছেন। আজ এই পুরস্কারের কথা রাজভবনের তরফে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে। তবে সেরা পুজো বিচার করার দায়িত্ব দেওয়া হয়েছে সাধারণ মানুষকেই। রাজভবনের তরফে একটি মেল আইডি শেয়ার করা হয়েছে। তার মাধ্যমেই প্রতিযোগিতায় অংশ নিতে হবে পুজো কমিটিগুলিকে। সব পুজো গুলিথেকে শেরা পুজো বেছে নিয়ে পুরুস্কার তুলে দেয়া হবে আনুষ্ঠানিক ভাবে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments