Saturday, January 31, 2026
Home বাংলা সিঙ্গুর থেকে উন্নয়নের স্বপ্ন দেখালেন প্রধানমন্ত্রী

সিঙ্গুর থেকে উন্নয়নের স্বপ্ন দেখালেন প্রধানমন্ত্রী

সাম্প্রতিক কালে বাংলার রাজনৈতিক ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ দুটি  গুরুত্বপূর্ণ স্থান।সিঙ্গুর এবং নন্দীগ্রাম। আজ সসেই সিঙ্গুরের মাটিতে ছিলো প্রধানমন্ত্রীর জন সভা। আর সেই জন সভা থেকেই বাংলার উন্নয়নের বার্তা দিলেন নরেন্দ্র মোদী।আজ মঞ্চে মোদিজীকে অভ্যর্থনা জানালেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং উত্তরীয় পড়িয়ে স্বাগত জানান শুভেন্দু অধিকারী।নিজের ভাসনে একদিকে যেমন অনুপ্রবেশ ইস্যু তুলে ধরেন তেমনই রাজ্য সরকারের ব্যার্থতাকে হাইলাইট করেন মোদীজি। পাশাপাশি আগামী দিনে বিজেপি ক্ষমতায় এলে উন্নয়ন হবেই সে ব্যাপারে আস্বস্ত করেন প্রধানমন্ত্রী।পরিবর্তনের ডাক দিয়ে তিনি বলেন , “সিঙ্গুরের এই উৎসাহ জানান দিচ্ছে, পালটানো দরকার। বিহার জঙ্গলরাজ উপড়ে ফেলেছে। বাংলায় তৃণমূলের জঙ্গলরাজ উপড়ে ফেলতে হবে।” শিল্পায়ন প্রসঙ্গে তিনি আরো বলেন “পশ্চিমবঙ্গে শিল্পের সব অনুকূল পরিবেশ রয়েছে। বিজেপি এক জেলা, এক পণ্য প্রকল্প গ্রহণ করবে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments