সোনা সহ ধৃত আফগান রাষ্ট্রদূত জাকিয়া ওয়্যারদকের গৎ। ২৯ এপ্রিল দুবাই থেকে ভারতে আসার সময় মুম্বই বিমানবন্দরে সোনা-সহ আটক করা হয় আফগানিস্তানের রাষ্ট্রদূত জাকিয়া ওয়্যারদকে। প্রায় ২৯ কেজি সোনা-সহ মুম্বই বিমানবন্দরে তাঁকে আটক করল শুল্ক দপ্তর। জানা গিয়েছে, বিপুল পরিমাণ এই সোনার বাজার মূল্য ১৭.৮ কোটি টাকা। গোটা ঘটনায় কার্যত হতবাক দুই দেশের কূটনৈতিক মহল।