গত ২২ ডিসেম্বর নিজের দল জনতা উন্নয়ন পার্টি প্রতিষ্ঠা করেছেন প্রাক্তন তৃণমূল নেতা হুমায়ুন কবীর শুধু তাই নয় বেশ কয়েকটি বিধানসভা আসনে প্রার্থীর নামও ঘোষণা করে দিয়েছেন তিনি যার মধ্যে বালিগঞ্জ কেন্দ্রে ইতিমধ্যে প্রার্থী বদল নিয়ে বেশ বিতর্কও হয়েছে । আবার বিতর্কে জড়ালেন আরেক প্রার্থী। তালিকায় মালদার বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্র থেকে ছিল মুজকেরা বিবি-র নাম। মুজকেরা বিবি পেশায় একজন সিভিক ভলান্টিয়ার ছিলেন।নাম ঘোষণা হওয়ায় পর তাকে চাকরি থেকে অব্যহতি দেয়া হয়েছে বলে সূত্রের খবর। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে ভোটে দাঁড়ানোর জন্যই কি এই শাস্তি। তবে নিজের রাজনৈতিক ভবিষ্যত এবং জয় নিয়ে আশাবাদী মুজেরকা বিবি।অন্যদিকে দিকে এই বিষয়কে অধিক গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসক দল।

